পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, নিতপুর বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার তোজাম্মেল হক, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :