প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন বগুড়া জেলা আ.লীগ নেতা দুলু
প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসহায়দের মাঝে বিতরণ করেছে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পরিষদের সহযোগিতায় গরীবও অসহায় মানুষ ঈদ সামগ্রী পেয়ে আনন্দে মেতে উঠেছে।
বগুড়া শহরের শতশত অসহায় পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশিমনে বাড়ি ফিরছে। অভাবী এই মানুষরা বলছেন প্রধানমন্ত্রীর যেন আল্লাহ ভালো করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর থেকে অসহায়দের মাঝে নিয়মিত ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ঈদ সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো বেশ খুশি হয়েছে। এবারের প্রধানমন্ত্রীর ঈদ উপহার লাচ্ছা, পোলার চাল, তেল, চিনি, গুড়ো দুধ, কিছমিছ. বাদাম ও জেলা আওয়ামী লীগ নেতা আছাদুর রহমান দুলুর ব্যক্তিগত উদ্যোগে শাড়ি-লুঙ্গি, থ্রি-পিছ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার শহরের ফুলদীঘি এলাকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণকালে দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছি। এর ধারাবাহিকতায় আজকের এই অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
তিনি আরো বলেন, এদেশের মানুষের মনের ভাষা একমাত্র শেখ হাসিনাই বুঝেন। তাই তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্ম না নিলে যেমন এদেশের জন্ম হতো না, তাঁর সুযোগ্যকন্যা শেখ হাসিনার জন্ম না হলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী না হলে অর্থনৈতিক মুক্তি হতো না। শেখ হাসিনার নেতৃত্ব ও প্রজ্ঞার গুণে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিতে আসা কমেলা জানান, বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। ঠিকমত হাঁটতে পারি না। দ্বারে দ্বারে সহযোগিতা নিবো এমন চলাচলের সামর্থ্য আমার নেই। প্রধানমন্ত্রীর উপহারের কথা শুনে ছুটে আসি দুলু বাবার বাড়িতে। ভাবতেও পারিনি এতগুলো ঈদ সামগ্রী পোষাক ও নগদ অর্থ পাবো। কষ্টে দিন চললেও ঈদ সামগ্রী পেয়ে বুকে আশার সঞ্চার জাগছে। আমি দোয়া করি আমাদের প্রধানমন্ত্রী যেন সুস্থ ও দীর্ঘজীবী হোন।
ঈদ উপহার পাওয়া আব্দুল শাহ জানান, দেশের প্রধানমন্ত্রী তার জন্য ঈদ সামগ্রী প্রদান করেছেন। আমার অনেক ভালো লাগছে ও আনন্দ পাচ্ছি। দেশে আমাদের মত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী সব সময় ভাবছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে। এটায় আমার কাছে শ্রেষ্ঠ ঈদ বলে মনে করি।
এসময় উপস্থিত ছিলেন মাও: আবুল কালাম, শহর স্বেচ্ছাবেসক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, মাহবুল্লাহ রাফি, আব্দুর রউফ, সাইফুল ইসলাম, রুহুল আমিনসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি