বগুড়া জেলা দোকান মালিক সমিতির আলোচনা ও ইফতার
বগুড়া কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হায়দার আলীসহ মৃত্যুবরণকারী দোকান মালিক ব্যবসায়ীদের রুহের মাগফেরাত এবং করোনা পরবর্তী সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সৈকত হোটেল এন্ড রেঁস্তরায় জেলা দোকান মালিক সমিতি এ আয়োজন করে।
সংগঠনের জেলার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম রেজাউল করিম সরকার রবিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা রেঁস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, বিআরটিসি ব্যবসায়ী মালিক সমিতিরি সভাপতি শেখ মোহাম্মাদ আরিফুজ্জামান আরিফ, সপ্তবদী মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, পার্ক রোড বণিক সমিতির সভাপতি সাংবাদিক মমিনুর রশিদ সাইন, ম্যাক্স মোটেলের স্বত্তাধিকারী জিএম সাকলাইন বিটুল, ব্যবসায়ী শফিকুল ইসলাম, মোস্তাকুল ইসলাম বিজয়, নাজমুল আলম শাহিনসহ বগুড়ার বিভিন্ন মার্কেট দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে বগুড়া কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হায়দার আলীসহ মৃত্যুবরণকারী দোকান মালিক ব্যবসায়ীদের রুহের মাগফেরাত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি