নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে ইফতার ও দেয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে নন্দীগ্রাম থানা চত্তরে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ সরকার, বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সাবেক এমপি রেজাউল করিম তানসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এল,এল,বি পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদুল বারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় নন্দীগ্রাম থানাকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, পুলিশের পাশে সকল জনতা একত্রিত হয়ে সমাজ থেকে অপরাধ নির্মূলের কাজ করছে, আজকের ইফতার মাহফিলে সমাজের সকল স্তরের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সমাগম ঘটেছে। আগামী দিনে সকলকে এক হয়ে অপরাধ নির্মূলের জন্য কাজ করতে হবে। পরে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এসআই বিকাশ চক্রবর্তী।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :