বগুড়ায় এতিম শিশুদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় বগুড়া শহরের ফুলবাড়ি নুরুননাহার সামস্ উদ্দিন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বুধবার বিকেলে মাদ্রসার সকল এতিম শিশুদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ।
খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি শিশুকে প্রদান করা হয়েছে চিনিগুড়া আতপ চাল, তেল, চিনি, লাচ্ছা, সেমাই এবং দুধ। বিতরণকালে উপস্থিত ছিলেন সুমি ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিস্ট সুজিত কুমার তালুদার, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সাবু ইসলাম, গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়, সমাজসেবক রিজু মোল্লা প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছর ঈদে ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ বিভিন্ন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুসহ অসহায় মানুষের মাঝে দীর্ঘ বছর যাবত ঈদসামগ্রী দিয়ে আসছেন । যার ধারাবাহিকতায় এই বছরও শহরের বিভিন্ন স্থানে শতাধিক মানুষকে তিনি পৌঁছে দিয়েছেন ঈদসামগ্রী। এ প্রসঙ্গে রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ বলেন, প্রতিটি ধর্মই মানবিকতার শিক্ষা দেয়। ধর্ম, বর্ণ, নির্বিশেষে একে অপরের পাশে থাকাটাই এই অসাম্প্রদায়িক বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য্য। তিনি সমাজের সকল সামর্থ্যবান মানুষকে অসহায়ের পাশে দাঁড়ানোর উদ্বার্ত আহ্বান জানান।

ষ্টাফ রিপোর্টার