শিবগঞ্জে প্রদর্শনী মৎস্য উপকরণ বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে পাঙ্গাশ, গুলসা, পাবদা, কার্প নার্সারী চাষ আরডি প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য ও উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, ক্ষেত্র সহাকারি মাহমুদুন নবী স্বপন, সাজ্জাদ হোসেন, মৎস্য চাষী আব্দুল মতিন, আইনুর সরকার, মকবুল হোসেন মৃধা।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি