সৈয়দপুরে বীরাঙ্গানাদের মাঝে খাদ্য,বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান
ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে বীরাঙ্গনাদের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের ও অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মো. দেলোয়ার হোসেনের ব্যবস্থাপনায় ওই খাদ্য, বস্ত্র ও অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে খাদ্য, বস্ত্র ও অর্থ তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার শাখার সভাপতি লেখক ও গবেষক মো. আল আমিন রহমান।
এ সময় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার কামারপুকুর ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১১ জন বীরাঙ্গানার হাতে আটা, চিনি, সেমাই, দুধ, শাড়ি ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: