সৈয়দপুরে খালেক-কামরুন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে খালেক কামরুন ফাউন্ডেশনের উদ্যোগে নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। “ আনন্দ হোক ভাগাভাগি” শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মছে হাজীপাড়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খালেক-কামরুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিউলী জামান, ভাইস চেয়ারম্যান মো. খালেকুজ্জামান, নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান কনক, সদস্য মিলটন, জিহাদ, রবিউল, সাদিকুলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ওই দিন বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খালেক কামরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সোয়াবিন তেল, লাচ্ছা সেমাই, চিনি, মুড়ি, গুড়া দুধ, লবন ও বিউটি সোপ।
খালেক কামরুন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কনক জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। এ রকম পরিস্থিতিতে খালেক কামরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা স্বল্প পরিসরে হলেও কিছু মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি।
তিনি আরো জানান, 'আমরা প্রাথমিকভাবে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছি। সামনে আরো কিছু পরিবারের মাঝে আমরা ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করবো।
তাদের পথচলায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: