হতদরিদ্রদের মাঝে সেমাই চিনি বিতরণ করে বৈগ্রাম ফাউন্ডেশন
দিনাজপুরের হাকিমপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সেমাই ও চিনি বিতারণ করেছে বৈগ্রাম ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবক সংগঠন। ঈদ মানেই আনন্দ, আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। মুসলমানদের সব চেয়ে বড় ধমীয় উৎসব এই ঈদ। এই ঈদে আনন্দ উল্লাসে মেতে উঠবে সবাই। তাই গরিব অসহায় ও দুস্থ্য মানুষদের এই আনন্দ করার জন্য পাশে দাড়িয়েছে বৈগ্রাম ফাউন্ডেশন।
শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় হাকিমপুর উপজেলার বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১২১ জন অসহায় ও দুস্থ্যদের মাঝে সেমাই চিনি বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠন বৈগ্রাম ফাউন্ডেশন।
সেমাই বিতরণের সময় উপস্থিত ছিলেন, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান বকুল, বৈগ্রাম ফাউন্ডেশন সহসভাপতি মাহিদুল ইসলাম, সহ সাধারন সম্পাদক মুসতাকিম আদনান,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মুসফিকুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক জুয়েল রানাসহ অনেকে।
এসময় তাদেরকে ১ কেজি সিমাই, পৌনে ১ কেজি চিনি, ৪ শ গ্রামের একটি দুধের কৌটা, ও ২শ ৫০ গ্রাম মুরি বিতরন করেন।

দিনাজপুর প্রতিনিধিঃ