আমরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বলেন- আমরা দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে আছি এবং থাকবো। নতুন আলোয় উদ্ভাসিত হোক পথা চলা। তাদের এ পথ চলায় আমরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পাশে থাকবো। এদের হাত ধরে আগামীর কিশোরগঞ্জ হবে আলোকিত কিশোরগঞ্জ। প্রেস কাব এদের সংবর্ধনা দিয়ে তাদের পাশে থাকার সুযোগ করে দেয়ায় ধন্যবাদ জানাই। আমরাও উপজেলা পরিষদের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদানের আয়োজন করবো আগামীতে। তিনি এ মেধাবীদের প্রথম বর্ষের বই কিনে দেয়াসহ সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে এ উপজেলার ৬ জন মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
প্রেস ক্লাব কনফারেন্স রুমে আহ্বায়ক আবু হাসান শেখের (হাসান তনা) সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: আবু শফি মাহমুদ্, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ¦ ফজলার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, প্রেসকাব সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি