শত শত অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন দুলু
ঠিকমত হাঁটতে পারেন না জামিনা। তবুও লাঠিতে ভর করে তিনি এসে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী নিলেন। তার মত বৃদ্ধা রোকেয়া, মিনি, রওশনারা, রাশেদা বয়সের কারণে ঠিকভাবে হাঁটতে পারেন না। প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী পেয়ে শরীরে শক্তির সঞ্চার হলো। মনের জোরে বহন করতে গিয়ে এতটাই ভারি ছিল যে তুলতে পারছিল না। এসময় ঈদ সামগ্রী বিতরণের কয়েকজন কর্মী ঈদ সামগ্রীগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পরিষদের সহযোগিতায় গতকাল শুক্রবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামে দু’শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী ও নিজস্ব অর্থায়নে শাড়ি-লুঙ্গি, থ্রি-পিছ ও নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু।
বিতরণকালে তিনি বলেন, শুধু অসহায় নয়, সমাজে যারা চাইতে পারে না তাদের পাশেও রয়েছেন বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা। তাদের ঘরে ঘরে খাদ্য, বস্ত্র ও নগদ সহায়তা পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ।’শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন মতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে। দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।’
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলেই বাংলাদেশের উন্নয়নের চাকা অব্যাহত থাকবে এদেশের মানুষ ভালো থাকবে।‘শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যোন্নয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে। দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান, আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক, সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শহর স্বেচ্ছাবেসক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরবিম বাবু, মিন হামিদ, সোবাহানসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি