বগুড়ায় সাংস্কৃতিক কর্মীদের ঈদ সামগ্রী দিল অনুশীলন’৯৫
বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির আয়োজনে ২০ জন অসহায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে বগুড়া শহরের টিটু মিলনায়তনস্থ সংগঠন কার্যালয় থেকে ঈদ সামগ্রীগুলো অসহায় সাংস্কৃতিক কর্মীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীগুলো পেয়ে সাংস্কৃতিক কর্মীদের মুখে হাসি ফোটে ও হঠাৎ করে উপহার পেয়ে আনন্দিত হয়ে পড়েন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলামের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক লিপি প্রধানের সার্বিক তত্বাবধানে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার