শাজাহানপুরে সামাজিক কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
বগুড়ার শাজাহানপুরে সামাজিক কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় মানিকদিপা দাখিল মাদ্রাসা মাঠে শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
সংগঠনের সভাপতি ও মাদ্রাসার সভাপতি আজফারুল হাবিব সুমনের সার্বিক ব্যবস্থাপনায় আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান,অত্র মাদ্রাসার সভাপতি দলিল লেখক আজফারুল হাবিব সুমন,সুপার আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আকবর আলী,প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান, অভিভাবক সদস্য এনামুল হক,শিক্ষক প্রতিনিধি আফছার আলী,আড়িয়া উনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী,ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম,১ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ইসলামী ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান,সমাজ সেবক আশরাফ আলী,আমজাত আলী,মোখলেছুর রহমান,সামস উদ্দিন, রেজাউল,দেলোয়ার হোসেন খাদেম,আব্দুস সামাদ,বেল্লাল,মনির উদ্দিন,সাইফুল ইসলাম,ফারুক হোসেন,হেলাল,ঠিকাদার মানিক সহ শিক্ষক-শিক্ষিকা,গন্যমান্য ব্যক্তিবর্গ,মানিকদিপা সামাজিক কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি