বগুড়ায় সেলফি ফুড কর্ণার রেস্টুরেন্টের উদ্বোধন
বগুড়ায় শুক্রবার বিকেলে শহরের মমইন বিনোদন জগৎ (ইকো পার্ক) এ "সেলফি ফুড কর্ণার" নামের এক অভিজাত রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে।
রেস্টুরেন্টটির পরিচালক রতনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন টিএমএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
উদ্বোধণকালে এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ মেহেদী হাসান হিমু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, আতিক, হাফি, সোহেল, আতিকুল শেখ, শামীম প্রমুখ। উল্লেখ্য, রেস্টুরেন্টটিতে থাকছে তিন বেলা পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে গরুর চাপ, চিকেন গ্রীল, শিক কাবাব, স্যুপ, ফ্রাইড রাইস, ফালুদা, লাচ্ছিসহ সব ধরনের খাবারের বিশাল সমারোহ।

ষ্টাফ রিপোর্টার