বগুড়ায় শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদ মার্কেট
আর ক’দিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানেই নতুন পোষাক আর পরিবারের সকলের সাথে কেনাকাটা। তাইতো তীব্র রোদ ও গরমকে উপেক্ষা করে বগুড়ায় শেষ সময়ে পুরোদমে জমে উঠেছে ঈদ বাজার। ঈদের কেনাকাটায় ব্যস্ত ছোট-বড় সকলে। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে চলছে ঈদের বেচাকেনা। তবে এবারের ঈদেও ভারতীয় ও পাকিস্তানি পোষাকের চাহিদায় বেশী ক্রেতাদের কাছে তবে দেশী সুতির শাড়ি ও থ্রি-পিসও বিক্রি হচ্ছে উল্লেখযোগ্যহারে।
এদিকে বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে গত ২ বছর আশানুরুপ ব্যবসা না করতে পেরে এইবার ঈদ মার্কেটে নিজেদের ক্ষতি কিছুটা পুষিয়ে শেষ পর্যন্ত ভাল ব্যবসা ও লাভের আশায় রয়েছে ব্যবসায়ীরা।
বগুড়ায় নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের ঈদের কেনাকাটা সবচেয়ে বেশী হয় শহরের হকার্স মার্কেট, নিউমার্কেট ও আলতাফ আলী সুপার মার্কেটে। আবার উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে বিত্তবানরা কেনাকাটা করছে ঢাকা কেন্দ্রীক বিভিন্ন ব্রান্ড শপ সহ বিভিন্ন নামী-দামী একদরের শো-রুম গুলো থেকে। এই শ্রেণীর ক্রেতারা জলেশ^রীতলার পাশাপাশি ভিড় জমিয়েছে শহরের নবাববাড়ি সড়কে গড়ে ওঠা শীতাতপ নিয়ন্ত্রিত রানার প্লাজাতেও যেখানে আড়ং শোরুম কে ঘিরে দেখা যায় ক্রেতাদের বাড়তি আকর্ষণ। শুধু বগুড়া শহরের মানুষ নয় আশেপাশের বগুড়ার ১২টি উপজেলা সহ কয়েক জেলার মানুষ এই মার্কেটগুলোতে ভিড় জমায় উন্নত মানের পোষাক এবং হাতের নাগালেই চাহিদার সবকিছু পাওয়ার জন্য।
এবারের ঈদে ক্রেতাদের নজর কেরেছে ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন শাড়ি, কাঞ্চিবারাম, লাচ্ছা পাড়, সফট সিল্ক, গাদুয়া, জুটকাতার, চায়না সিল্ক, পাকিস্তানী জর্জেট সহ ভিন্ন ভিন্ন নাম ও দামের শাড়িগুলো। তবে দেশীয় মসলিন, জামদানী, কাতান, সিল্ক, সুতি শাড়ীর চাহিদা বরাবরের মতোই বেশী বলে জানান নিউ মার্কেটের সৌরভ বস্ত্র বিতানের পরিচালক সৌরভ কুমার সাহা।
এদিকে আধুনিকতার ছোঁয়া সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়াতে এবার ঈদে শাড়ির তুলনায় থ্রি-পিস ও আধুনিক পোষাকগুলোই বেশী বিক্রি হচ্ছে। রনি ক্লথ ষ্টোরের সেলসম্যান রেজা জানান, ক্রেতাদের কাছে পাকিস্থানী ও ভারতীয় লং গাউন, সারারা ও ঘারারা, অর্গেঞ্জা টিস্যু কাপড়, টিস্যু কাতান, ফোর পার্ট থ্রি-পিস, কারচুপি থ্রি-পিস, ফ্লোর টাচ, সিল্কের কাজ করা নানা ডিজাইনের আধুনিক পোষাকগুলো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং বিক্রিও হচ্ছে বেশী। আধুনিক এই পোষাকগুলোর দাম আড়াই হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত রয়েছে। তবে গরমের কারণে মধ্যবিত্তরা বেশী ঝুঁকেছে সুতি ও বুটিকস্ এর জামাগুলোতে যেগুলোর দামও বেশ হাতের নাগালেই যা ১২’শ থেকে তিন হাজারের মধ্যেই।
এদিকে প্রতিবছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন ছবি ও সিরিয়ালের চরিত্রের নামানুসারে মার্কেটে পাওয়া যায় নানা পোষাক এবছরও ব্যতিক্রম নয়। ব্যবসায়ীরা বিভিন্ন ড্রেসের নাম দিয়েছে নিজেদের মতো করেই। এই বছর বেশী বিক্রি হচ্ছে পুষ্পা সিনেমার ‘পুষ্পা’ ড্রেস, কেজিএফ আর বাহুবলীর নাম দেয়া টিস্যু কাপড়ের উপর উন্নতমানের কাজ করা আধুনিক পোষাকগুলো যেগুলোর দাম ৫ হাজার থেকে সাড়ে ৮ হাজার পর্যন্ত রয়েছে।
আবার ছেলেদের গতানুগতিক ক্যাজুয়াল সার্ট-প্যান্ট, এক কালারের শার্ট, জিন্স, টিস্যু জিন্স সহ দেশী- বিদেশী সকল পোষাকের চাহিদা বরাবরের মতোই রয়েছে। তবে ছেলেদের পোষাকের জন্যে সবচেয়ে ভাল স্থান হিসেবে বগুড়ায় ক্রেতারা খুঁজে নিয়েছে জলেশ্বরীতলার বিভিন্ন ব্র্যান্ড শপ যেমন: আর্টিস্ট, ডিমান্ড, টপ মার্ট, ইজি, জেন্টল পার্ক, আর্টিসান, আমব্রেলাসহ নানা অভিজাত দোকানগুলোকে।
ঈদের কেনাকাটা করতে আসা একজন নারী ও একজন পুরুষ ক্রেতার সাথে পৃথকভাবে কথা বললে তারা জানান, গত ২ বছর করোনার কারণে তেমন ভালভাবে তারা ঈদ উদযাপন করতে পারেননি। তাই এইবছর ঈদকে ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা ও আমেজ। নিজেদের সাধ্যের মধ্যে চাহিদা অনুযায়ী পোষাক পেয়ে তারা খুশি।
এদিকে এইবারের ঈদমার্কেট নিয়ে অধিকাংশ ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও অনেকে এখনো আশানুরুপ ব্যবসা করতে না পেরে হতাশাও প্রকাশ করেছেন। বগুড়া আলতাফ আলী মার্কেটের কোয়ালিটি ফ্যাশনের সত্ত্বাধিকারী রিপন দাসের কথা বললে তিনি জানান, মার্কেটে যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে তার সবাই কিন্তু ক্রেতা না। একজন ক্রেতার সাথে অনেকজন করে ঘুরতে আসে। তবে ব্যবসা একদম খারাপ না মোটামুটি বিক্রি আছে তবে চাঁদরাতের আগে আরও ভাল ব্যবসা হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এদিকে ঈদমার্কেট কে ঘিরে শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা যানজট লেগেই থাকে। শেষ সময়ের কেনাকাটা এবং কাপড় ফিটিং করার কাজে যেমন ব্যস্ত ছোট বড় সকলে তেমনি ব্যবসা ভাল হওয়ায় আবারও প্রাণচঞ্চলতা ফিরে পেয়েছে সংশ্লিষ্ট সকলে।

সঞ্জু রায়