সৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তফা ফিরোজের উদ্যোগে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে শহরের কুন্দলস্থ তাঁর কার্যালয়ে পৌরসভার ১৫ টি ওয়ার্ডের মানুষের মধ্যে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসব যুব লীগ মোস্তফা ফিরোজ নিজ হাতে অসহায় ও দুস্থদের হাতে ঈদ উপহার শাড়ি, লুঙ্গী, সেমাই, চিনি ও গুঁড়ো দুধ তুলে দেন।
এ সময় অন্যদের সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র - ৩ সবিয়া সুলতানা,ব্যবসায়ী আনোয়ার হোসেন আন্নু, পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি রুবেল বসুনিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্র লীগ নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময় সম্প্রতি সৈয়দপুর শহরের জুম্মাপাড়ায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।
যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ বলেন, আসন্ন ঈদে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও আরো বড় পরিসরে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: