অল ইন ওয়ান ’৮৯ সৈয়দপুর এর খাদ্য সহায়তা পেল আড়াই শ’ দরিদ্র
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় আড়াই শ’ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে অল ইন ওয়ান’ ৮৯ সৈয়দপুর নামের একটি সামাজিক সংগঠন। মূলতঃ ১৯৮৯ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সমন্বয়ে এ সামাজিক সংগঠনটি গঠিত।
শুক্রবার সকালে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অল ইন ওয়ান ’৮৯ সৈয়দপুর সংগঠনের সভাপতি মাসুদ আকতার মুগ্ধ, সাধারণ সম্পাদক জয়দেব কুমার জয়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে - চাল, ডাল, চিনি, লাচ্ছা সেমাই, তেল, লবন।

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি: