বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাহালু উপজেলা শাখা'র ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাহালু উপজেলা শাখা'র ১৫ তম সম্মেলন আজ বিকাল ৩ টায় কাহালু বটতলায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কাহালু উপজেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মান্নান বুলু।
ছাত্র ইউনিয়ন কাহালু উপজেলা শাখার আহ্বায়ক মহেন্দ্র চন্দ্র এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সুজন এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নারায়ণ চাকী, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি নাদিম মাহমুদ, সাবেক সহ-সভাপতি আকতার-উজ-জামান টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান।
সম্মেলন থেকে বক্তারা বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ এবং জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দ, করোনাকালীন সময়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফেরাতে তালিকা করে রাষ্ট্রীয়ভাবে বিশেষ বৃত্তি প্রদান, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য ‘স্কুল লাঞ্চ’ ব্যবস্থা চালু, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করার লক্ষ্যে দেশি-বিদেশি কর্পোরেট কোম্পানীর লভ্যাংশের উপর সারচার্জ আরোপের দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি