লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর মাননীয় গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ এর "ভালবাসি দেশকে সেবা করি মানুষকে" স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেল ৪টায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শহরের লতিফপুর কলোনী এসপিজিআরসি প্রাঙ্গনে ১৫০জন গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান এর চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে ১৫০জন গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান এর সেক্রেটারি লায়ন রবিউল আলম অশ্রু, ট্রেজারার লায়ন শাহান বারী, ডিরেক্টর লায়ন হাফিজ মোহাম্মদ এজাজ, সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন লাখিন আহমেদ, লায়ন মাহবুবুর রহমান, লায়ন গোলাম রায়হান সরিফ, লায়ন নজরুল ইসলাম, লায়ন তাজিন আহমেদ টিটো, লায়ন শিরিন সুলতানা, লায়ন ডাঃ শাহানুর রহমান, লায়ন ডাঃ রাজু, লিও ক্লাব অব বগুড়া মহাস্থানের লিও রাকিবুল ইসলাম, লিও মেহেদী হাসান বিপুল, লিও রবিউল আউয়াল সফল, বগুড়া জেলা এসপিজিআরসির সভাপতি আবুল কালাম ও উপদেষ্ঠা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সুজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান এর চাটার্ড প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন আতিকুর রহমান মিঠু ঈদ সামগ্রী বিতরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি