প্রকাশিত : ১ মে, ২০২২ ২১:২১

অনুষ্ঠিত হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ

প্রেস বিজ্ঞপ্তি
অনুষ্ঠিত হলো ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ
বগুড়া শহরের অন্যতম সামাজিক সংগঠন "ভিন্ন দৃষ্টি" প্রতিবছরের ন্যায় এবারও পালন করেছে ‘ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ’। 
 
আজ রবিবার ভিন্নদৃষ্টি'র পাঠশালা তে মেহেদী উৎসব এর মাধ্যমে শেষ হয় ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ'২২। গতকাল শনিবার ৩০শে এপ্রিল বিকালে চেলোপাড়া চাষীবাজার সংলগ্ন শিশুপার্কে অবস্থিত ভিন্নদৃষ্টি'র পাঠশালার ২৬ জন শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেয় ভিন্ন দৃষ্টি এর স্বেচ্ছাসেবীরা। উপহার হিসেবে রয়েছে সেমাই, চিনি, দুধ, মুড়ি। এছাড়াও পাঠশালার শিক্ষার্থীদের বাহিরে ১১ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। 
 
ভিন্নদৃষ্টি'র পক্ষ থেকে রিংকু রায় অর্ক জানান, বিগত ৫ বছর ধরে ভিন্ন দৃষ্টি কতৃক আয়োজিত হয়ে আসছে "ভিন্নদৃষ্টি'র ঈদ আনন্দ" নামের ইভেন্ট। ২০১৮ ও ২০১৯ সালে আমরা বাছাইকৃত পরিবার গুলোকে সম্পূর্ণভাবে ঈদের আনন্দ দেওয়ার জন্য "ভিন্নদৃষ্টি'র খুশির বক্স" বিতরন করা হয়। সেখানে পরিবারের সবার পোশাক সহ ঈদের খাবার পর্যন্ত ছিল। এইবার আমরা ১১ টি পরিবার কে পূর্ণাঙ্গ ঈদের নতুন জামা ও খাবার দিতে পেরেছি আর ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর শিক্ষার্থীদের শুধু ঈদের খাবার উপহার দিয়েছি। সব মিলে আমরা এই ঈদের উপহারের মাধ্যমে প্রায় ১৫০ জন মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। এছাড়া পাঠশালার বাচ্চাদের পাশাপাশি প্রায় ৪০ জন শিশুর হাতে মেহেদী দিয়ে তাদের খুশি করতে পেরেছি। 
 
 

 
 
উপরে