শাজাহানপুরে দুস্থ্য নারীকে মারধরের অভিযোগ
বগুড়ার শাজাহানপুরে শরীফুন বেগম (৫৫) নামে এক দুস্থ্য নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শরীফুন বেগম উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।
এঘটনায় শরীফুন বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
শরীফুন বেগম জানান, তিনি একজন অসহায় দরিদ্র মানুষ। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। বুধবার সকাল ৮টার দিকে প্রতিবেশী মৃত বাদশা মিয়ার স্ত্রী ফেকু বেগম (৫০) তার বাড়িতে এসে কাজের মেয়ের সন্ধান চান। ফেকু বেগম কাজের মেয়ের সাথে ভাল আচরন না করায় তার বাড়িতে কোন কাজের মেয়ে থাকতে চায় না। ভাল আচরন না করায় এপর্যন্ত ৫/৬ জন কাজের মেয়ে চলে গেছে। একথা বলায় ফেকু বেগম তার উপর ক্ষেপে যান। পরে একই দিন সকাল ১০টার দিকে ফেকু বেগম কৌশলে তাকে ও তার গর্ভবতি মেয়েকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে ঢোকা মাত্রই ফেকু বেগম গেটের দরজা লাগিয়ে দেয় এবং কাজের মেয়েকে নির্যাতন করার কথা বলার অপরাধে জঘন্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ফেকু বেগম ও তার প্রভাষক মেয়ে শাপলা বেগম, ছেলে নয়ন হোসেন (২৬), মেয়েজামাই ঝন্টু মিয়া (৪০) সহ সবাই মিয়ে এলোপাথারি মারধর করে। এসময় তার গর্ভবতি মেয়েকেও মারধর করে তারা।
ফেকু বেগম জানান, শরীফুন বেগম তাদের নামে মিথ্যা কুৎসা রটাচ্ছিল। তাই তাকে বাড়িতে ডেকে এনে নিষেধ করা হয়েছে। কাউকে মারধর করা হয়নি।
শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবার সাথে কথা বলা হয়েছে। প্রাথমিক তদন্তে শরীফুন বেগমকে ডেকে নিয়ে গিয়ে মারধর করার প্রমান পাওয়া গেছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি