প্রকাশিত : ৫ মে, ২০২২ ২১:৫৭

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
বিরামপুর পৌর এলাকার পলাশবাড়ি রেলগেটে বৃহস্পতিবার (৫ মে) ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
 
জিআরপি হিলি আইসি’র উপ-পরিদর্শক কায়কোবাদ আলী জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুরের পলাশবাড়ি রেলগেট অতিক্রম করছিল। এসময় প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ ঐ ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু বরণ করেছেন। নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়না তদন্তের জন্য তার লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। 
 
রেলগেট এলাকার দোকানী রায়হান জানান, নিহত বৃদ্ধের মুখের দাড়ি ও মাথার চুলে মেহেদী রং করা ছিল। তিনি সকাল থেকে এই এলাকায় ঘোরাফিরা করছিলেন এবং তিনি কথা বলতে পারেননা। ট্রেন চলাচলের সময় কেউ বেরিয়ার না ফেলায় ঐ বৃদ্ধ গেট পার হতে গিয়ে কাটা পড়েছেন।
 
বিরামপুর এলাকার রেলগেট ওয়ে ম্যান আন্না বেগম জানান, পলাশবাড়ি রেলগেটের মাষ্টারোল ভিত্তিক গেটম্যান ইমরান আলী বিনা অনুমতিতে কয়েকদিন থেকে অনুপস্থিত রয়েছে। 
উপরে