প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৪:৪০

শিবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা লাইব্রেরী উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা লাইব্রেরী উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সাংস্কৃতিক জোটের আয়োজনে বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ে বিশেষ একটি কক্ষে বঙ্গমাতা পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে । 

শনিবার বিকালে বিদ্যালয় চত্ত্বরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস । অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি  শেখ শাহ আলম।

উক্ত পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক বিপুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অসিম ঘোষ, বগুড়া জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেল, সদস্য সচিব রকিব উদ্দীন প্রাং সিজার, শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেসার্স বকুল ফাইবার এ্যান্ড ভার্মি কম্পোষ্ট প্লান্ট কোম্পানির স্বত্বাধীকারী বকুল হোসেন, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সংগীত শিল্পী বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়োমিত সংগীত পরিবেশনকারী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উপরে