প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৯:৪৪

পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর পোরশায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক ও নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক। উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আগামী ২৭তারিখ পর্যন্ত এই কার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকবে। প্রতিটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে ঐ এলাকার ভোটারদের মাঝে কার্ডগুলো বিতরণ করা হবে। এবারে পোরশা উপজেলায় অর্ধ লক্ষাধীক ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানাগেছে। 
                 

উপরে