প্রকাশিত : ১১ মে, ২০২২ ১৬:২৫

শিবগঞ্জে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে  মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিল নার্সারী স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে  উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা  উপকরণ সমুহ বিতরণ করেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর জানান, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী স্থাপনের জন্য এ সব উপহরণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ জন সুফল ভোগীদের মাঝে এ খাদ্য উপকরণ বিতরণ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন  শিবগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর ক্ষেত্র সহকারী মাহমুদুল নবী, শাহজাহান ফিরোজ, এনএটিপি প্রকল্প।

উপকরণ সুবিধা ভোগীদের মধ্যে উপস্থিত থেকে এ সামগ্রী গ্রহণ করেন শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর পাগলা বিল  এর সুফল ভোগী দল নেতা দুলাল মিয়া, মাদারদহ বিল সুফল ভোগী দলনেতা জুয়েলুর রহমান। 

 

উপরে