প্রকাশিত : ১২ মে, ২০২২ ১৪:১১

বগুড়ায় ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রতিষ্ঠান সিলগালা ও কাউন্সিলরকে জরিমানা
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
বগুড়ার কাহালু উপজেলায় আনুমানিক প্রায় ৬ থেকে ৭ হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে কাহালু পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসায়ীর গুদাম সিলগালা করা হয়েছে।
 
বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাহালু বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
 
এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, অভিযানে জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে সাধারণ জনগণের মাঝে বিক্রয় করা হয়েছে যার পরিমাণ প্রায় ৬ থেকে ৭ হাজার লিটার। তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান চলমান থাকবে।
উপরে