প্রকাশিত : ১২ মে, ২০২২ ১৭:১২

কিশোরগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীর জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীর জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে গোডাউনে সয়াবিন তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলার ভিতর বাজারের হারুন স্টোর নামে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালানো হয়। এসময় ওই গোডাউন থেকে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ পায়। অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে মেসার্স হারুন স্টোর এর স্বত্বাধিকারী বুলবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মজুদ তেল ভোক্তাদের মাঝে আগামী দু’ দিনের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দেন নীলফামারী জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম জানান- মেসার্স হারুন ষ্টোর এ অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপরে