প্রকাশিত : ১৪ মে, ২০২২ ১৬:০৩

প্রেসক্লাবের ভবন নির্মাণে বগুড়ার দুই শিল্পপতির আর্থিক সহযোগিতা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
প্রেসক্লাবের ভবন নির্মাণে বগুড়ার দুই শিল্পপতির আর্থিক সহযোগিতা প্রদান

বগুড়া প্রেসক্লাব নির্মাণে সহযোগিতার হাত বাড়ালেন বগুড়ার দুই শিল্পপতি। ক্লাবের নির্বাহী কমিটির সভা শেষে সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কাব সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। সভায় ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, মাসুদুর রহমান রানা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, কোষাধ্য কমলেশ মোহন্ত সানু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আরিফ রেহমান, ঠান্ডা আজাদ, জে এম রউফ, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, তানসেন আলম, চপল সাহা, নাজমুল হুদা নাসিম, আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় বগুড়া প্রেসক্লাব ভবন নির্মানের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভা শেষে নির্বাহী কমিটির কাছে প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য বগুড়ার দু'জন শিল্পপতি আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁদের মধ্য ইম্পোরিয়াম রিয়েল এস্টেটের চেয়ারময়ান আরফাতুর রহমান আপেল ৫ লাখ টাকা এবং সিমা ফাওয়ার মিলের স্বত্বাধিকারী গোলাম কবিরের পে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মমিনুল ইসলাম মিলন ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন। 

 

উপরে