বগুড়া জোটের সাধারণ সম্পাদক সাঈদ হাসপাতালে ভর্তি
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ সিদ্দিকী গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৩ মে থেকে হঠাৎ করে অসুস্থ বোধ করলে ১৪ মে তাকে দ্রুত ঢাকায় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। সামরিক হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসাসেবা প্রদান করছেন।
তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জোটের সভাপতি, বগুড়া থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, এসএম বেলাল হোসেন, কোষাধ্যক্ষ লায়ন রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, মৌসুমি সুলতানা, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল ও রবিউল করিম হৃদয়। এছাড়া মঙ্গলবার বাদ মাগরিব নদী বাংলা কমপ্লেক্স মসজিদে আবু সাঈদ সিদ্দিকীর সুস্থতা কামনা করে বাউল গোষ্ঠির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দোয়া মাহফিলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার