প্রকাশিত : ১৬ মে, ২০২২ ২১:১৮

তেঁতুলিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
তেঁতুলিয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তির মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আইয়ুব আলী (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আইয়ুব আলী উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগর বাড়ি গ্রামের মৃত সালে খা’র ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গত ৪ মে বিকেলে দগর বাড়ি গ্রামে আইয়ুব আলীর পরিবারের উপর প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ১০ জন গুরুত্বর আহন হন। এ ঘটনায় একজন বীর মুক্তিযোদ্ধাসহ ২৮ জনকে আসামী করে থানায় মামলা করা হয়। এদের মধ্যে একজন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। আইয়ুব আলীর মৃত্যুর পর ওই দিন রাতেই তেঁতুলিয়া থানা পুলিশ মামলার ৬নং আসামী বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় কয়েকটি ধারালো ছুরি, বল্লমসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। পুলিশের ধারনা এসব অস্ত্র দিয়েই হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তপন কুমার ওই অভিযান পরিচালনা করে ।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা একজন আসামীকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। ইতোমধ্যে ৬নং আসামীর বাড়ি থেকে আমরা বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

উপরে