প্রকাশিত : ১৬ মে, ২০২২ ২১:২৮

পার্বতীপুর রেলওয়ে জংশনে যাত্রীদের মালামাল চুরির অপরাধে একজনের কারাদণ্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর রেলওয়ে জংশনে যাত্রীদের মালামাল চুরির অপরাধে একজনের কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেন যাত্রীদের মালামাল চুরির অপরাধে একজনের ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। সোমবার (১৬ মে) সকালে রেলওয়ে জংশনে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান,সোমবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় অপরাধ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা কালে রেলওয়ে থানার এস আই দেওয়ান জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ জংশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে চোরাই টেলিভিশন সহ মোঃ ইছাহাক প্রামাণিক (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মবারিয়া শৈল্যপাড়ার মৃত হোসেন প্রামাণিকের পুত্র। সে দীর্ঘদিন ধরে ট্রেন যাত্রীদের মালামাল চুরি করে আসছিল।

ঘটনাস্হলেই গ্রেফতারকৃত ইছাহাক প্রামাণিক কে ট্রেন যাত্রীদের মালামাল চুরির অপরাধে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। দন্ডপ্রাপ্ত কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

উপরে