প্রকাশিত : ১৭ মে, ২০২২ ২৩:১৫

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
মঙ্গলবার দুপুর ১ টায় বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে, শেরপুর রোডস্হ সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে " যিনি না ফিরলে বাংলাদেশের পরিচয় বদলে যেত " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু'র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস. এম মিল্লাত হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সহ সভাপতি এ্যাড. নরেশ মুখার্জি, এ বি এম জিয়াউল হক বাবলা, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা ছামছুল আলম, কাজী মিজানুর রহমান, আতাউল ওসমান গনি, তাজুল ইসলাম , কবি আজিজার রহমান তাজ, মিজানুর রহমান, লুৎফর রহমান, গোলাম কুদ্দুস, হাবিবুর রহমান, ফরিদুজ্জামান ফরিদ, অরুপ দাস উজ্জ্বল, নাজিয়া আক্তার, রেজাউল করিম খান, বাবু দিলীপ কুমার, প্রভাষক মাহমুদুল বারী মান্নান, আব্দুল হান্নান, ডাঃহুমায়ন কবীর, ডাঃশাহ গাজী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
 
আলোচনা সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জন মানুষের নেতা শেখ হাসিনা। শেখ হাসিনার বাংলাদেশ আগমন ঘটেছিল স্বাধীন রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য।  আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে চলছে। তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিতে কাজ করছেন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। তাই সকলকে একহয়ে দেশের উন্নয়নে অংশীদার হয়ে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
উপরে