প্রকাশিত : ১৯ মে, ২০২২ ১৯:২৩

বগুড়ায় আন্ত:ধর্মীয় বন্ধুসভা গঠনের লক্ষে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় আন্ত:ধর্মীয় বন্ধুসভা গঠনের লক্ষে মতবিনিময়

বুধবার বগুড়া শহরের খান্দার অস্থায়ী কার্যালয়ে আন্ত:ধর্মীয় বন্ধুসভা গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ এর ব্যানারে সারাদেশে মোট ৩৫টি আন্ত:ধর্মীয় বন্ধুসভা রয়েছে। সকল ধর্মের অনুসারীদের নিয়েই এ আন্ত:ধর্মীয় বন্ধুসভা গঠন করা হয়ে থাকে। জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের উদ্যোগে বন্ধুসভাগুলো দেশের সকল নাগরিকদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে।

জাতীয় চার্চ পরিষদের এক্সিকিউটিভ সেক্রেটারী মিসেস ডেইজী রয় এর উপস্থিতিতে মতবিনিময় সভায় অংশ নেন এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল, ডা. রিটা মন্ডল, ইভা নয়না দেওয়ান, ভিভিয়ান রিওন মারান্ডী, আজাহার আলী, সৌরভ তরদ্বাজ, নুর ইসলাম, লেয়া বৃষ্টি, টুটুল ত্রিপুরাসহ প্রমুখ। 

মতবিনিময় সভায় বন্ধুসভার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোচনা হয়। 

 

উপরে