প্রকাশিত : ২০ মে, ২০২২ ১১:১২

পোরশায় গাঙ্গুরিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় গাঙ্গুরিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউপির ২০২২-২০২৩ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে বাজেট সভায় লিখিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব গোলাম সারোয়ার হোসেন। ২০২২-২০২৩ইং অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১,৭৮,৫০০টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০,৮৮,৩৫০টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩,৮৩,২৭,৫০৬টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩,৮৩,২৭,৫০৬টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩,৯৫,০৬,০০৬টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩,৯৪,১৫,৮৫৬টাকা।

বাজেট সভায় ইউপি সদস্য আল মামুন, শরিফুল ইসলাম, রওশনারা, নুরজাহান বেগমসহ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি, উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

উপরে