প্রকাশিত : ২০ মে, ২০২২ ১১:২৬

সৈয়দপুরে কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে ওই যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মে) বেলা  ১১টায় সৈয়দপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। 

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।

 এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা  মো. জিকরুল হকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
 

শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই দোয়ানী গ্রামের কৃষক মো. জোবায়দুল ইসলাম রুবেলের হাতে একটি কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দিয়ে কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণের শুভ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার, তিনটি পাওয়ার থ্রেসার এবং চারটি সিডার বিতরণ করা হচ্ছে।

 

উপরে