প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৭:৪২

বগুড়ায় গাছচাপায় দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বগুড়ায় গাছচাপায় দুজনের মৃত্যু

বগুড়ায় ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) ভোর রাতে বগুড়া জেলার ওপর দিয়ে ৮৮ দশমিক ৬ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় বয়ে যায়।

নিহতরা হচ্ছেন- শাহীন( ৪৫) ও আব্দুল হালিম (৫০)

জানাগেছে, ঝড়ের সময় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই মাঝপাড়া গ্রামে একটি ঝুপড়ি ঘরে তিনজন শ্রমিক অবস্থান করছিলেন। ঝড় শুরু হলে দুইজন ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও শাহীন ঘরেই অবস্থান করছিলেন। ঝড়ে ঘরসংলগ্ন একটি পাকুড় গাছ ভেঙে পড়লে ঘরসহ চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত শাহীন আলম ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

অপরদিকে শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের আনছার আলীর ছেলে আন্দুল হালিম (৫০) গাছ চাপা পড়ে মারা যান। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে মালি হিসেবে কর্মরত ছিলেন।

ভোর রাতের ঝড়ে একটি বড় গাছ ভেঙে আব্দুল হালিমের ঘরের উপর পড়ে। সকালে তিনি গাছের ডাল কাটতে গেলে তিনি গাছ চাপায় গুরুতর আহত হন ।পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

উপরে