প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৮:৪৮

সামাজিক জবাবদিহি টুলস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
সামাজিক জবাবদিহি টুলস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক জবাবদিহি টুলস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের মাধ্যমে শনিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।

তথ্য চিত্র উপস্থাপনের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সিটিজেন চার্টার এই চারটি সামাজিক জবাবদিহি টুলস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিফোরডি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক উপসচিব মকলেছুর রহমান ও পিফোরডি প্রকল্পের উপপরিচালক যুগ্ম সচিব আয়েশা আক্তার। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিফোরডি প্রকল্পের দলনেতা আরসেন স্টেপানিয়ান।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন পিফোরডি প্রকল্পের সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোফাখখর মোর্শেন খান। এ সময় অন্যদের মধ্যে পিফোরডি প্রকল্পের রংপুর আঞ্চলিক সমন্বয়ক রেহেনা বেগম, পঞ্চগড় ডিএফ রিক্তা পারভীন, পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক আখতারুন্নাহার সাকীও অংশ নেন। গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও  সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক জবাবদিহি টুলস বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেরা আরও সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করবেন বলে আশা আয়োজকদের। 

 

উপরে