আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস
আজ ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সহ ১৯৫ টি দেশে যথাযথ গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে দিবসটি। এবারের জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য বিষয় 'জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত কির'।
জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) আয়োজিত এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগিতায় "বিশ্ব জীববৈচিত্র্য দিবস-২০২২" উপলক্ষ্যে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে তীরের নতুন কর্মীদের বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ জনাব মো: শাহজাহান আলী তীরের উপদেষ্টা জনাব মো: মোখলেছুর রহমান, জনাব মো: রেজাউল নবী, জনাব মো: শফি মাহমুদ, জনাব মো: জিয়াউর রহমান, জনাব মো: হারুন ইবনে সালাম, জনবা মো: ফজলে বারী রতন, সাবেক সভাপতি আরাফাত রহমান, সভাপতি মো: রাকিবুল হাসান, সহ-সভাপতি মো: মুকিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: হোসেন রহমান, কোষাধ্যক্ষ মো: আহসান হাবীব সহ তীরের নতুন এবং পুরাতন সদস্যবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি