প্রকাশিত : ২৩ মে, ২০২২ ১৭:৫৪

কিশোরগঞ্জে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
কিশোরগঞ্জে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ সোমবার বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।

দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক ও স্থানীয় সাংসদের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃ দাঃ) তৌহিদুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী, প্রেস ক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ প্রমুখ।

এ উপজেলায় সরকারিভাবে ধান ১ হাজার ৫ শ’ ৬৯ মে. টন ও চাল ৫ শ’ ৫৫ মে. টন ক্রয়ের টার্গেট ধরা হয়েছে। ধানের কেজি ২৭ টাকা ও চালের কেজি ৪০ টাকা দরে ক্রয় করা হবে। 

 

উপরে