প্রকাশিত : ২৩ মে, ২০২২ ২২:২৩

শিবগঞ্জে মৎস্য সম্পদ প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে মৎস্য সম্পদ প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে  মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণের সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পে মৎস্য চাষ পুকুর পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ।  

রবিবার উপজেলা পরিষদ চত্বরে  জেলা মৎস্য কর্মকর্তা প্রকল্পে সুবিধাভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেন। বিতরণ শেষে তিনি উপজেলার  মৎস্য চাষী ও সুফল ভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, ফিল্ড এ্যাসেস্ট্যান্ড এনএটিপি প্রকল্প শাহজাহান সিরাজ, প্রদর্শনী চাষীদের মধ্যে সৈয়দপুর ইউনিয়নের পাবদা মাছ চাষী  সাহেব আলী, মোকামতলা ইউনিয়নের মৎস্য চাষী উজ্জল হোসেন, আটমূল ইউনিয়নের তেলাপুয়া মৎস্য চাষী আজিজুল হক। 

 

উপরে