প্রকাশিত : ২৫ মে, ২০২২ ২২:৩৫

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভোবনী উদ্যোগ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভোবনী উদ্যোগ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজন প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে,জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে  উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিত মাসুম আলী বেগ।  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ড, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, এবিএম নাজমুল কাদীর শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, আহসান হাবীব সবুজ, জাহিদুল ইসলাম,শফিকুল ইসলাম শফিক, আসিফ মাহমুদু মিল্টন, এসকেন্দার আলী শাহানা, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুর শাকুর, শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান,প্রকল্প কর্মকর্তা জিন্দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, নির্বাচন কর্মকর্তা  আনিছার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা বেগম, সমবায় কর্মকর্তা নাহিদা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী,সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান,তথ্য আপা রমানা আক্তার, ব্যবসায়ী আমিনুল হক দুদু, সোহেল রানা, শিক্ষক, অধ্যক্ষ, মাহবুবে রফিক, শফিকুল ইসলাম রতন,শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, সাংবাদিক সোহেল আক্তার মিঠু। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা ৭টি দলের বিভক্ত হয়ে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভোবনী উদ্যোগ নিয়ে সুফল ও কুফল নিয়ে কাগজে লিপিবদ্ধ করে অংশগ্রহণকারীরা বিস্তারিত বর্ণনা করেন। অংশগ্রহণ ৭টি দল প্রধানমন্ত্রী উদ্ভোবনী উদ্যোগ, নারী ক্ষমতায়, আশ্রায়ন ২ প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু মানবিক বিকাশ, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ বিষয়গুলির সুফল- কুফল সর্ম্পকে  বিস্তারিত  লিখিত ভাবে মতামত প্রকাশ করে।   

 

উপরে