পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সভা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫ তম বার্ষিক সাধারন সভা/২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ আশরাফুল আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, সেক্রেটারি আবু জায়েদ মোঃ রিয়াজুল ইসলাম, ট্রেজারার মির্জা এসকেন্দার, ডিরেক্টর মোঃ মিজানুর রহমান, ডিরেক্টর আহসান হাবিব, ম্যানেজার রাসেদ সিদ্দিকী প্রমুখ।
সভায় আয়-ব্যয়ের হিসাব-নিকাশ পেশ ও অনুমোদন সহ বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা এবং গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ