শিবগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক শিবলী আকতার বানু
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের শ্রেষ্ঠত্ব শ্রেণী পাঠে শিক্ষার্থীদের মূল্যায়ন মেধা সম্পূর্ণ শ্রেণী পাঠদান বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে শ্রেষ্ঠ শিক্ষক মনোনয়ন দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২১ মে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাচক প্যানেল নিদ্দিষ্ট ছক অনুসারে যাচাই বাছাই করে শিবগঞ্জ উপজেলা চৌধুরী আর্দশ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) শিবলী আক্তার বানু উপজেলা মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ২০০০ সালে শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) শিক্ষক হিসাবে যোগদান করেন। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের অধিক সময় ধরে সে কলেজটিতে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, দক্ষতার ভিত্তিতে এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ কলেজ পর্যায়ে প্রভাষক শিবলী আক্তার বানুকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ