শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ইট ভাটা মালিকের জরিমানা
ভ্রাম্যমান আদালতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের বিধি নিষেধ অপেক্ষা করে ফসলী জমি এলাকায় ইট ভাটা নির্মাণ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট, ইট ভাটার কালো ধোয়ায় এলাকার ফসলের ক্ষতি হওয়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট আজাহার আলী শনিবার ঘটনাস্থলে গিয়ে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহাঙ্গীরাবাদ এলাকায় অবস্থিত এম.এ.ডি ইট ভাটায় অভিযান চালিয়ে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।
ইটভাটা মালিক ভাটা মালিক মোফাজ্জল হোসেন মাষ্টার জরিমানার টাকা প্রদান সাপেক্ষে পরিবেশ অধিদপ্তরের বিধি-নিষেধ মানতে অঙ্গীকার করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, এলাকার কৃষকদের ক্ষতি নির্ধারণের জন্য কৃষি অধিদপ্তরে প্রতিনিধিদের প্রতিবেদন দাখিলের নিদের্শ প্রদান করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং আইন শৃ্খংলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ