সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের নিচে কাটা পড়ে হাশেম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মে) সকাল সোয়া ৮ টার দিকে সৈয়দপুর রেলওয়ে েেস্টশনের উত্তরে গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শহরের গোলাহাট নতুন ক্যাম্প এলাকার কাসেম আলীর ছেলে হাশেম (২৫)। ঘটনার দিন রোববার সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেল লাইনের দিকে হাটতে যান হাশেম। উল্লিখিত সময় গোলাহাট কবরস্থান মধ্যবর্তী বধ্যভূমি এলাকায় সৈয়দপুর- চিলাহাটি রেলওয়ে লাইনে খুলনা থেকে নীলফামারীর চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং তার স্ত্রী ও দেড় বছরের এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিহতের পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে স্থানীয় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক