বগুড়ায় ৩ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা
বগুড়ায় অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ৩টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়।
রোববার (২৯ মে) বিকেল ৪টা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারী পরিচালকের নেতৃত্ব শহরের ৩ মাথা ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় কনফিডেন্ট ক্লিনিক, ভাইবোন ডায়গনস্টিক সেন্টার ও দিগন্ত ডায়গনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার নামে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, এসব প্রতিষ্ঠানের কোন অনুমোদন নেই। অবৈধভাবে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছিল। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বসাক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযানের সঙ্গে ছিলেন।

অনলাইন ডেস্ক