পোরশায় তেঁতুলিয়া ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
নওগাঁর পোরশায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ এর সভাপতিত্বে বাজেট সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব নাজমুল হোসাইন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯,৫৭,২১৮ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯,৪৫,৮৬৮ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪,৪৩,৯৫,০৯০ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪,৪৩,৯৫,০৯০ টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৪,৬৩,৭০,৩০৮ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪,৬৩,৪০,৯৫৮ টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ২৯,৩৫০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সদস্য মইনুল ইসলাম, রবিউল ইসলাম, খলিলুর রহমান, ফেন্সিয়ারা, উদ্যোক্তা আইনুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :