শিবগঞ্জে স্কাউটের নব নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্কাউট পরিচালনা কমিটির আয়োজনে নবনির্বাচিত স্কাউট সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট পরিচালনা কমিটির সভাপতি উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলা স্কাউট পরিচালনা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্কাউট পরিচালনা কমিটির উপদেষ্টা ফিরোজ আহম্মেদ রিজু।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউট কমিশনার এস.এম সারোয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউট পরিচালনা কমিটির সহ-সভাপতি টি এম আব্দুল হামিদ, জামতলা পঞ্চদাস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, জালাল উদ্দিন, উথলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক খন্দকার মোঃ হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী লিটন, শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও স্কাউট উপজেলা শাখার কোষাধক্ষ্য তাজুল ইসলাম,স্কাউট উপজেলা শাখা এ.এল.টি তাজমিলুর রহমান সাইদুর, কার্প লিডার আব্দুর রহিম, সদস্য খলিলুর রহমান, বিমল চন্দ্র প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ