বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের সমাবেশে হামলার নিন্দা জ্ঞাপন
গত শুক্রবার গাবতলী উপজেলা বিএনপি'র সম্মেলনে মহিলা দলের নেত্রী কতৃক মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের প্রতিবাদে গত রবিবার সকাল ১১ টায় গাবতলী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচিতে বিএনপির দায়িত্বশীল নেতার বাড়ি ছাদ থেকে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মী আহত হওয়ায় ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ দিন দিন শিষ্টাচার ভুলে যাচ্ছেন। তারা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকান্ড করে বগুড়ার শান্তিপূর্ণ পরিবেশ কে বিনষ্ট করতে চায়। বগুড়ার শান্তিপূর্ণ পরিবেশ কে অশান্ত না করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক হওয়ার আহবান জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি