পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সভা
১২-১৫ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পঞ্চগড়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো. আব্দুল মতিন, জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার, জেলা তথ্য অফিসার হায়দার আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা, আফরোজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম প্রমূখ। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় জানানো হয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক হাজার ৭৭টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

পঞ্চগড় প্রতিনিধি